
নিজস্ব প্রতিবেদক: বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা ১২নং বল্লী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আরএসবি ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছ। জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও এএসআই নিলয় কুমার ঘোষালের সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে সদরের ভাটপাড়াতে মেসার্স আরএসবি ফিল্ড পরিদর্শন করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বরত সহ:পরিচালক শিকদার শাহিনুর আলম (খুলনা)। পরিদর্শনকালে মেসার্স আরএসবি ফিল্ডে ইটের পরিমাপের কারচুপিতে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯’র ৪৮ ধারা (পরিমাপে কারচুপি) লংঘন অপরাধে জরিমানা করা হয়েছে।