
সাতনদী ডেস্ক: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়, যুব নেতৃত্বে¡ স্কুল ভিত্তিক যুব ও নারীবান্ধব স্পেস (কমিটি) গঠন বিষয়ক সভা শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্য ও যুবদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় যুব নেতৃত্বে¡ স্কুল ভিত্তিক যুব ও নারীবান্ধব স্পেস (কমিটি) গঠন বিষয়ক সভায় সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলা পারভীন। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য রত্না রানী বাছাড়, অত্র স্কুলের সকল শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ।