
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি আনন্দ উৎসবের আয়োজন করা হয়। ১৭ মার্চ বৃহস্পতিবার শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে কেক কাটা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজী আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে প্রধান অতিথি সামজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে দিনটির শুভ সূচনা করেন। কেক কাটা ও বনভোজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, সুইড সাতক্ষীরা শাখার সভাপতি এড. এ কে এম শহীদউল্যাহ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সুইড সাতক্ষীরার সেক্রেটারী অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সদর উপজেলা সমাজসেবা অফিসার সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান।
পরে বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে, আমন্ত্রিত অতিথিসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী বনভোজনে মিলিত হন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।