
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় বিশিষ্ট দানবীর আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান এঁর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়।শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত। ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মায়নুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।