
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকের বিজয়ে লক্ষ্যে পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কুখরালী আমতলা আঞ্চলিক কমিটি আওয়ামীলীগ নেতৃবৃন্দের উদ্যোগে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সভাপতি বাবু রবীন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাফী আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও শেখ হাসিনা মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শেখ নাসেরুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধাণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী ইকবল, মহিউদ্দীন হাশেমী তপু, এড. সাইদুজ্জামান জিকো, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, আলহাজ্ব মনিরুল ইসলাম, আদম আলী, আবুল হোসেন, শহিদুল ইসলাম, শুকুর মাহমুদ, আব্দুল মুজিদ, আঃ আলীম, ফারুক হোসেন, আঃ সালাম, হাসিব সরকার, তায়জুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই সারা দেশেই উন্নয়নের ধারা চলমান রয়েছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, রাস্তাঘাট এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি। বয়স্ক, বিধবাদের জন্য ভাতা ও শিশুদের জন্য কার্ডের ব্যবস্থা করে দিয়েছে বর্তমান সরকার। বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে এগিয়ে যাচ্ছে। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মান প্রায় শেষের দিকে। প্রতিটি গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। গ্রামে বসবাস করেও মানুষ শহরের সকল সুবিধা উপভোগ করছে। শেখ হাসিনা সরকার সাতক্ষীরাবাসীর জন্য দিয়েছে মেডিকেল কলেজ। যার সেবা ইতোমধ্যে জেলার মানুষ উপভোগ করতে শুরু করেছে। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী কে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সাতক্ষীরা পৌরসভাকে একটি মডেল পৌরসভা গড়তে সকলের কামনা করেন বক্তারা।
অপরদিকে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া ও কর্মকার পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে এবং পথচারী ও এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়র প্রার্থী শেখ নাসেরুল হক’র পক্ষে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর নির্বাচনে ১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জেলা আওয়ামীলীগের সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, জেলা আওয়ামীলীগের সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, এ্যাড. আব্দুল বারী, সৈয়দ হাসান ইমাম, শাহিদ উদ্দিন, জুলফিকার আলী ভূট্টো, শামীম, ময়না, খালেক, সৈয়দ রেজাউল ইসলাম টুটুল, আজিজুল ঢালী, সাঈদ উদ্দিন, ছাত্রলীগ নেতা শীতলসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।