
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিন জনকে আটক করেছে। গ্রেপ্তারকৃতরা হলো আঃ হান্নান, রবিউল ইসলাম ও শহিদুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, রবিবার মধ্য রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলা অভিযানে বিশেষ অভিযান টিমের এসআই/শাহজালাল, এএসআই/জিয়াউর রহমান, এএসআই/শাহানুর আলম, এএসআই/গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সের সহায়তায় সন্ধ্যা ৭টায় ঝাউডাঙ্গা বাসস্টান্ড এর পশ্চিম পাশে আশিষ জুয়েলার্স এর সামনে ইটের হেয়ারিং রাস্তার উপর হইতে ৫১ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আঃ হান্নান কে(৪২) আটক করে। আঃ হান্নান যশোরের ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া গ্রামের আরাফাত আলীর ছেলে।
আরেকটি অভিযানে এসআই/অনিল মুখার্জ্জী ও এএসআই/ইয়ার আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় সোমবার রাত সাড়ে ১১টায় কামালনগর সঙ্গীতা সিনেমা হলের বিপরিত দিকে সুন্দরবন সুপার মার্কেটের গলির মধ্যে ফারুক ইলেকট্রনিক্স এর সামনে থেকে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম(৬০) কামালনগর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে।
অন্যদিকে সোমবার ভোর সাড়ে পাঁচটায় সুলতানপুর বড় বাজার থেকে ২০পিচ ইয়াবা সহ রবিউল নামের একজনকে আটক করা হয়। রবিউল সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের মৃত কাশেম আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরূদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।