
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার পারুলিয়া ফটুবল মাঠ সংলগ্ন সাতক্ষীরা কালিগঞ্জ হাইওয়ে রাস্তায় ভ্যান বোঝায় ডিমের গাড়ীর সাথে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জ মুখি একটি যাত্রীবাহি বাস ধাক্কাদিলে ভ্যানচালক ও ভ্যান আরহীসহ ২ জন গুরুতর আহত হয়। প্রদক্ষদর্শী বিবরণে জানা যায় মঙ্গলবার শ্যামনগরের মুন্সিগঞ্জ থেকে ভ্যান ভর্তি ডিম নিয়ে সাতক্ষীরা বিক্রি করার উদ্দেশ্যে পারুলিয়া ফুটবল মাঠ হাইওয়ে রাস্তায় পৌছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা মেট্র-১১-০১০০ নং যাত্রীবাহি বাসটি ডিমের গাড়ীটি ধাক্কাদিলে ডিম বোঝাই ইঞ্জিনভ্যান গাড়ীটি উল্টে যায় । ঘটানাস্থলে মুন্সিগঞ্জের মোঃ মতিয়ারে পুত্র আল আমিন(২৬) ভ্যান আরোহী সহদর ভাই রুহুল আমিন (১০) গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় জনতা সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাড়ীতে থাকা ৫হাজার ডিম রাস্তায় গাড়ীর চাকায় পিষ্টহয়ে নষ্ট হয়ে যায়। যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। ডিমের উপর দিয়ে আসা এক মটর বাইক চালক স্লিপ খেয়ে একই স্থানে শুকুর আলী ও তার স্ত্রী অভিরন নেছা গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ীটি পালিয়ে যেতে সক্ষম হয়্ ।