
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের বিশ্বাসবাড়ীর আলহাজ্জ আজিজার রহমান বিশ্বাসের পুত্র ইলিয়াছ হোসেন গত ২৪ জানুয়ারী, রবিবার, রাত সাড়ে ৭টার দিকে বিশ্বাসবাড়ী জামে মসজিদে এশার নামাজ পড়ার জন্য মসজিদ চত্বরে তার ব্যবহৃত কালো লাল রংয়ের পালসার মটর সাইকেল রেখে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন তার মটর সাইকেলটি সংর্ঘবদ্ধ চোরেরা ঘাড়ের তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে ঐ রাতে দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেন। গাড়ীর নম্বর সাতক্ষীরা ল- ১১-৩৬৯২। মটর সাইকেল চুরির খবরে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারন মানুষ মনে করে কখন কার মটর সাইকেল সংঘবদ্ধ চোরের এভাবে চুরি করে নিয়ে যায়। চোরকে ধরতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার কথা বলেছেন সাথে সাথে মটর বাইক চালকদের সতর্ক ভাবে চলাচল করা জন্য অনুরোধ করেছন।