
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম তার নির্বাচনী এলাকা ০৭ নং ওয়ার্ডের পারুলিয়া জেলিয়াপাড়া প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠক করেছেন। বুধবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় নির্বাচনী উঠান বৈঠকে মানুষের সাথে গণসংযোগ কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পারুলিয়া ইউনিয়নের নৌকার মাঝি করেছেন। আমি আপনাদের গ্রামের ছেলে, ঘরের ছেলে। আমার চলার পথে যদি কোন ভুল- ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে নিজের গ্রামের সন্তান মনে করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সবাই আমার পাশে থাকবেন। বিগত নির্বাচনে আপনারা যেভাবে আমার উপর আস্থাা রেখে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইউনিয়নের উন্নয়ন করতে সাহায্য করেছেন। ঠিক তেমনিভাবে আগামী ২৮ নভেম্বর ভোটের দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমার অসমাপ্ত উন্নয়ন ম‚লক কাজ গুলো সমাপ্ত করার সুযোগ করে দিবেন। ইতিপ‚র্বে যেমন সুখে- দুখে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিাত থেকে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দিন বিশ্বাস আবারা, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, যুবলীগের সহ-সভাপতি শেখ তাইজুল ইসলাম তাজু, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনতাজুর রহমান ময়না, সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অসীম ঘোষ, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী রজব আলী মোল্লা, ইউপি সদস্য গাজী শহীদুল্লাহ, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আশিষ মÐল, অশোক বাগ, শেখ আবুল কাশেম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।