
কিশোর কুমার,পাটকেলঘাটা : পাটকেলঘাটায় বিভিন্ন স্থানে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ’র নেতৃত্বে পুলিশ পরিদর্শদক (তদন্ত) জেলাøল হোসেন,এস আই জয়বালা,এ,এস,আই নিজামউদ্দীন,এ,এস,আই এনামুল,এ এস,আই মোস্তাফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে শনিবার রাতভর অভিযানে চালিয়ে ৩ মাদক স¤্রাটকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হল যশোর জেলার কেশবপুর থানার বিষ্ণপুর গ্রামে চিত্র রজ্ঞন রায়ের পুত্র সুর্দশন রায় ওরফে ধনু (৩৮),থানার ধানদিয়া ইউনিয়নে কাঠাখালী গ্রামে মমতাজ সরদারের পুত্র আফসার আলী সরদার (৬০)ও ওমরপুর গ্রামে মৃত মুনসুর আলি সরদারের পুত্র মুজিবুর সরদার(৬৩)। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ১৯(ক) ধারায় পৃথক পৃথক ভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২,৩ ও ৪। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।