
কিশোর কুমার : পাটকেলঘাটায় জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন আওয়মীলীগের প্রধান কার্যলয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।পাটকেলঘাটা
শেখ রাসেল স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ মাহাবুব হোসেন মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলার স্বেচ্ছাসেবক-লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাফিজুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মফিদুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক- লীগ নেতা তরিকুল ইসলাম,যুবলীগ নেতা মাহাফুজুর রহমান মধু, তুহিন, মকবুল হোসেন, শাহীন রেজা, বেল্লাল প্রমূখ। অনুষ্ঠানটি কেক কাটা ও অলোচনার মধ্যদিয় সমাপ্তি ঘটে।