
কিশোর কুমার : পাটকেলঘাটায় জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করার অপরাধে মাদরাসার এক দ্বায়িত্বরত শিক্ষককে অব্যাহতি এবং এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
সোমবার পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার ভেন্যুতে তথ্যও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
অব্যহতি পাওয়া ঐ শিক্ষক থানার নোয়াকাটি জেএন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ শামসুলআলম(৩৮) পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার ভেন্যুর কক্ষ পরিদর্শক ও বহিষ্কৃত ছাত্রী রিয়া থাতুন (১৩)।
পাটকেলঘাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান,সোমবার জেডিসির তথ্য ও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার অপরাধে মাদরাসার এক শিক্ষার্থীকে বহিস্কার ও নকলে সহযোগিতার প্রমান পাওয়ায় ঐ শিক্ষককে তাৎক্ষনিক ভাবে অব্যাহতি প্রদান করা হয়।