
নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় নৌকা প্রতীকের সামর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী সহ ৫জন আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে রবিবার থানার নগরঘাটা রাইসমিল মোড়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের লোকজন ব্যানার টানানোকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । এরই সুত্র ধরে নৌকা প্রতীকের কামরুজ্জামান লিপুর সামর্থকরা তাদের উপর হামলা চালায় । এতে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নারগিস বেগম (৪৫), তার বোন সেলিনা বেগম (৩২) ,ইছাক সরদারের পুত্র এনামুল সরদার (৪০), মৃত হোসেন আলী বিশ্বাসের পুত্র রবিউল ইসলাম (৩২) ও আব্দুস সামাদ (৫১) আহত হয়। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন জানান আমার প্রতিপক্ষ প্রার্থীর সামর্থকরা পরিকল্পিত ভাবে আমার কর্মি সামর্থকদের উপর হামলা চালায়। জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নারগিস বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় দুখানা মটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনায় ইছাক আলী সরদার বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় নগরঘাটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ জানান এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে।