
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় অন্যের জমিতে জোরপূর্বক ঘেরা বেড়া দেয়ার সময় জমির মালিক বাঁধা দেয়ায় প্রতিপক্ষরা এক নারীকে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি রবিবার সন্ধ্যা ৬ টায়। আহতকে স্বজনরা উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার গড়েরডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান শেখের স্ত্রী রাশিদা বেগম (৪৫) এর সাথে একই এলাকার জিয়াত মিস্ত্রির ছেলে অয়েজ কুরুনী (৩০) সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত রবিবার সন্ধা ৬ টার দিকে অয়েজ কুরুনী, জিয়াদ সহ ৪/৫ জন রাশিদা বেগমের দখলীয় জমিতে ঘেরাবেড়া দিতে থাকে। এ সময় রাশিদা বেগম বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে আহত করে। আহতকে স্বজনরা উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাশিদা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করে। প্রতিপক্ষ অয়েজ কুরুনী জানান, আমাদের জমি আমরা ঘেরাবেড়া দিয়েছি। আমরা কাউকে মারপিট করেনি। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।