
প্রমথ সানা, পাইকগাছা থেকে:
পাইকগাছায় উপজেলার পূর্ব খড়িয়া গ্রামের সংখ্যালঘু দীনেশ চন্দ্র হালদার কে মারপিট, হত্যা চেষ্টা ও ভরা মৎস্য লীজ ঘের জবরদখলী খড়িপ্রমথ সানা, পাইকগাছা থেকে: পাইকগাছায় উপজেলার পূর্ব খড়িয়া গ্রামের সংখ্যালঘু দীনেশ চন্দ্র হালদার কে মারপিট, হত্যা চেষ্টা ও ভরা মৎস্য লীজ ঘের জবরদখলী খড়িয়া গ্রামের ভূমিদস্যু ইদ্রিসুর রহমান মন্টু’র শাস্তিসহ জানমালের নিরাপত্তার দাবিতে খড়িয়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১ টায় লস্কর ইউনিয়ন পরিষদের সামনে উক্ত গ্রামের বাসিন্দার মনোরঞ্জন হালদার এর সভাপতিত্বে এসময় ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবিতে মানববন্ধনে বক্তৃতা করেন, ভুক্তভোগী দীনেশ হালদার ও পুত্র তরুণ হালদার। এছাড়া খুলনা জেলা হিন্দু ঐক্য যুব পরিষদের যুগ্ম-সম্পাদক বরুণ প্রকাশ ম-ল, অরুণ বৈরাগ , পূর্ণ চন্দ্র হালদার , মনোজিৎ
হালদার, নিখিল হালদার, অরুন বৈরাগী, রীতা, কুমারেশ, লাবনী হালদার, ঠাকুর হালদার, অখিল হালদার সহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দীনেশ চন্দ্র হালদারকে মারপিট, হত্যার চেষ্টা ও ভরা মৎস্য লিজঘের জবর দখলকারী, খড়িয়া গ্রামের ভূমিদুস্যু ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবি জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।য়া গ্রামের ভূমিদস্যু ইদ্রিসুর রহমান মন্টু’র শাস্তিসহ জানমালের নিরাপত্তার দাবিতে খড়িয়া গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১ টায় লস্কর ইউনিয়ন পরিষদের সামনে উক্ত গ্রামের বাসিন্দার মনোরঞ্জন হালদার এর সভাপতিত্বে এসময় ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবিতে মানববন্ধনে বক্তৃতা করেন, ভুক্তভোগী দীনেশ হালদার ও পুত্র তরুণ হালদার। এছাড়া খুলনা জেলা হিন্দু ঐক্য যুব পরিষদের যুগ্ম-সম্পাদক বরুণ প্রকাশ ম-ল, অরুণ বৈরাগ , পূর্ণ চন্দ্র হালদার , মনোজিৎ
হালদার, নিখিল হালদার, অরুন বৈরাগী, রীতা, কুমারেশ, লাবনী হালদার, ঠাকুর হালদার, অখিল হালদার সহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দীনেশ চন্দ্র হালদারকে মারপিট, হত্যার চেষ্টা ও ভরা মৎস্য লিজঘের জবর দখলকারী, খড়িয়া গ্রামের ভূমিদুস্যু ইদ্রিসুর রহমান মন্টুর শান্তি দাবি জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।