
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: বনবিভাগ পশ্চিম সুন্দরবন স্মাট পেট্রল টিমের সদস্যরা অভিযান চালিয়ে বিনা অনুমতিতে সুন্দরবনে অভয়ারন্য এলাকায় প্রবেশ করে কাঁকড়া ধরার সময় দুই জেলেকে আটক করেছে। শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে গহিন সুন্দরবনে ছায়া নদীতে কাঁকড়া ধরার সময় মালামাল সহ জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, ৪৫ কেজি কাঁকড়া ও ৫০টি আটন সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে। আটক দুই জেলে হলো- কালিগঞ্জ থানার তারালী গ্রামের এনাম গাজীর ছেলে শাজাহান গাজী ও শ্যামনগর থানার কালিঞ্চী গ্রামের বাহার আলী গাজীর ছেলে হাসান গাজী।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।