
সরদার আবু সাইদ: সদর উপজেলার পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় বুধবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরনের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণী ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার সভাপতি মোঃ সাইদুর রহমান। নতুন বই হাতে পেয়ে কেউবা পাতা উল্টান, আবার কেউবা দেখে ছবি। সবার চোখে মুখে আনন্দের সীমা নেই। নতুন বই বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মেতে উঠে ‘বই উৎসবে’। উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উক্ত মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।