
সাতনদী অনলাইন ডেস্ক: আজ পবিত্র জুমাতুল বিদা বা মাহে রমজানের শেষ শুক্রবার। দিনটি মুসলিম বিশ্বের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। মূলত জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে বিদায় সম্ভাষণ জানানো হয়। রমজানের বিদায়ী শুক্রবার মুসলমানদের জন্য অতি মূল্যবান। এ দিন সিয়াম শেষ হয়ে যাওয়ার সতর্কতামূলক দিবস। জুমাতুল বিদাকে আল্লাহ্র করুণা, দয়া, ক্ষমা, তথা মাগফিরাত ও নাজাত লাভের দিবস হিসেবে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। করোনাভাইরাস মহামারি হতে পরিত্রাণ পেতে পবিত্র জুমাতুল বিদার নামাজ শেষে সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুসল্লিগণ ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে দোয়া অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
করোনা থেকে পরিত্রাণের জন্য দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মমতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার অনুরোধও করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।