
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭ টায় পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক জুম্মান আলী সরদারের সভাপতিত্বে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক। তিনি বলেন, শ্রম, শ্রমিক ও উৎপাদন তিনটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে আসে উৎপাদন। তাদের কঠোর পরিশ্রম আর খাটুনির মাধ্যমে নির্মিত হয় ইতিহাস। গড়ে উঠে শহর, নগরী, শিল্পপ্রতিষ্ঠান, সভ্যতা। কিন্তু এই শ্রমিকরাই তাদের প্রাপ্য মজুরি থেকে হচ্ছে বঞ্চিত । যুগ যুগ ধরে মালিকসমাজ শ্রমিকদের রক্ত শোষণ করে তাদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করে আসছে। বিগত কয়েক দশকে বাংলাদেশে রফতানি আয় বেড়েছে বহুগুণ, কিন্তু সেই অনুপাতে শ্রমিকদের ন্য‚নতম মজুরী নিশ্চিত হয়নি। বরং চরম অবহেলা আর বঞ্চনার শিকার শ্রমিক সমাজ। দায়িত্বশীল সরকার ও এ ব্যাপারে এখনও কোনো সমাধান দিতে পারেনি। বরং তারা তাদের মজুরি চুরি, কারখানার ইউনিয়নীকরণ, অগ্নিনিয়ন্ত্রণ ও ভবন নিরাপত্তার চরম অভাবসহ বিভিন্ন অধিকারের জন্য আন্দোলন করে ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছে। ফলে কেউ কর্মক্ষমতাহীন, আবার কেউ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য গুলজার উদ্দিন বিশ্বাস। এসময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শ্রম ও দরকষাকষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, পৌর শাখার আহবায়ক শরিফুল ইসলাম, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম প্রম‚খ উপস্থিত ছিলেন।