
তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্জ মো. আব্দুল মজিদ স্মরণে ১৮ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নলতা শরীফ শাহী জামে মসজিদে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, মরহুম আলহাজ্জ আব্দুল মজিদের একমাত্র পুত্র ও ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক (হেলথ সেক্টর) ইকবাল মাসুদ, জামাতা ও সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নাজমুল হক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা আলহাজ্জ মো. আব্দুর রাজ্জাক, আলহাজ্জ মো. এনামুল হক খোকন, আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, আলহাজ্জ মো. মালেকুজ্জামান, মো. আনোয়ারুল হক, আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, আলহাজ্জ মো. ইউনুস, আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, আলহাজ্জ একরামুল রেজা, মিশনের আজীবন সদস্য আলহাজ্জ আব্দুল কাইয়ুম ( ঢাকা) সহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারী, সদস্য তথা নানা শ্রেণী-পেশার প্রায় ৫ হাজার মুসল্লী। মিলাদ শরীফ শেষে মরহুম আলহাজ্জ আব্দুল মজিদ এর আত্মার মাগফিরাত কামনা সহ দেশ-বিদেশ থেকে মিলাদদাতা সাড়ে ১১শত ব্যক্তির মনের নেক আশা পূরণের জন্য মহান আল্লাহর নিকট হাত উত্তোলন করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী।