
তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতার পাক রওজা শরীফে সুলতানুল আউলিয়া কুতুবুল আকতার গওছে জামান আরেফিন বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬, ২৭, ২৮ মাঘ ও ৯, ১০, ১১ ফেব্রুয়ারী রোজ বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার যথাযথ ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম মো. আব্দুর রাজ্জাক, মিশন কর্মকর্তা শিক্ষক আবুল ফজল, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এনামুল হক খোকনসহ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা, শিক্ষক, সংবাদ-কর্মী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবী তথা নানা শ্রেণি-পেশার আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
এসময় ৫৮ তম ওরছ শরীফ সফল করার জন্য বিভিন্ন পরামর্শম‚লক বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব মুফতি মাও. মো.আবু সাঈদ রংপুরী।