
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল-ফেরদৌস আলফা, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ তহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বের আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা অফিসার শাহাজান আলী, সমবায় অফিসার আকরাম হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান,আনছার ভিডিপি অফিসার নার্গিস পারভীন, দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।