
স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে শেখ ইশারা আলীকে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের শেখ মহব্বত আলীর ছেলে। মামলা নং সিআর-৬৪৫/২২ (কালি:)। বৃহস্পতিবার রাতে দেবহাটা থানা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।