
দেবহাটা ব্যুরো: আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড পিস এ্যাওয়ার্ডে ভুষিত হওয়ায় দেবহাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় দেবহাটা থানায় কর্মরত পুলিশ সদস্যদের পক্ষ থেকে ওসি বিপ্লব কুমার সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানকালে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হেকমত আলী, এসআই মো. হানিফ, এসআই শ্যামাপ্রসাদ, এসআই প্রবীর দাশ, এএসআই দরবেশ আলী, এএসআই আব্দুল জব্বার, এএসআই আবু হামিদ, এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল, এএসআই সুজিত বিশ্বাস, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই ফেরদৌস, এএসআই শরীয়ত উল্লাহ সহ দেবহাটা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানা পুলিশের অপরাধ নিয়ন্ত্রনে চলমান অভিযানের ফলশ্রুতিতে উপজেলা ব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত থাকায় তাকে ওয়ার্ল্ড পিস এ্যাওয়ার্ডে ভুষিত ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।