
লিটন ঘোষ বাপি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এড. সাইদুজ্জামান সাইদুজ্জামান জিকু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ দেবহাটা উপজেলা শাখার আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে উক্ত প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন।
আরও উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হোসেন আহমেদ ,সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন, ৪ নং নোয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল ইসলাম , সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৫ নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত কমিটি সহ-সভাপতি হাফিজুল ইসলাম, প্রস্তাবিত কমিটি যুগ্ন -সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সুইট প্রমুখ।