
নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় পদক পাওয়ায় ইউপি সদস্য আসমানকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্ড বাসী। উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান করোনা কালীন মানব সেবায় খাদ্য সহায়তা কার্যক্রেমে অংশগ্রহন কারায় ঢাকা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শুভে”ছা স্মারক পেয়েছেন। এ পদক পাওয়ায় বুধবার বিকাল ৫টায় মোটারসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার পারুলিয়ার বাসষ্টান থেকে তাকে সংবর্ধনা প্রদান করে ওয়ার্ডবাসী।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি)থর সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেবব্রত অধিকারী, উপজেলা ন্যাসনাল পিপলস পাটির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য শেখ হাফিজুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ৫নং ওয়ার্ড সে”ছাসেবক লীগের সভাপতি আল আমিন, সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সনজিৎ কমকার, সিরাজুল ইসলাম, মামুন মোড়ল, ঝন্টু সরকার, আব্দুস ছালাম, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, সাগর কুমার সরকার সহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্যে গত ২৭ মার্চ ২০২০ মাদার তেরেসা স্মৃতি পদকও পেয়েছিলেন আসমাতুল্লাহ গাজী আসমান ।