
লিটন ঘোষ বাপি: দেবহাটায় নারায়নগঞ্জ থেকে আসা ২৪ জন শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আজ ১ মে শুক্রবার ভোররাতে ট্রাকে করে নারায়নগঞ্জ থেকে দেবহাটায় ফিরেছিল দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ২৪ জন শ্রমিক ।
জানা যায়, এ সকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে নারায়নগঞ্জের ইটভাটায় কর্মরত ছিল। নারায়নগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমন মহামারী আকারে ছড়িয়ে পড়ায় সেখানে আটকা পড়েছিল দেবহাটার ওই ২৪ জন শ্রমিক। একপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে নারায়নগঞ্জ থেকে ট্রাকে করে শুক্রবার ভোরে দেবহাটায় ফিরে আসে তারা।
সকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের নির্দেশে থানা পুলিশের সহায়তায় নারায়নগঞ্জ থেকে আসা ২৪ জন শ্রমিক কে সখিপুর সরকারি কে বি এ কলেজে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, নারায়নগঞ্জ থেকে আসা ২৪ জন ইটভাটা শ্রমিককে সরকারি কে বি এ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ইতিমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার সরবরাহ সহ গরম পানি খাওয়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
যেহেতু সাতক্ষীরা জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে তাই মহামারী করোনা সংক্রমন এড়াতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঘরে থাকার আহবান জানিয়েছেন তিনি ।