
দেবহাটা ব্যুরো: দেবহাটায় ইজিবাইক উল্টে তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে সখিপুর মোড়-দেবহাটা সড়কের পাকড়াতলা নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মজদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৬) ও তার দুই বোন তানজিলা নাসরিন মিতা (৩৪) এবং সুষ্মিতা পারভীন (২৫)। বর্তমানে আহতরা সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসারত তরিকুল ইসলাম জানান, দুই বোনকে নিয়ে ইজিবাইকে করে দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবি বটগাছ ও রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরতে যাচ্ছিলেন তিনি। এসময় পাকড়াতলা মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রকে ক্রস করার সময় ইজিবাইকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ইজিবাইকটি উল্টে যায়। এসময় গুরুতর আহত হন তারা। দূর্ঘটনায় তাদের প্রত্যেকের পা সহ শরীরের বিভিন্নস্থানে বেশ অনেকটাই কেটে যায়। একপর্যায়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার পরবর্তী সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব কুমার মন্ডল জানান, দূর্ঘটনায় আহতদের প্রত্যেকের শরীরে মারাত্বক জখমের সৃষ্টি হয়। তাদের পায়ে বেশ অনেকটা কেটে যাওয়ার ফলে মাংশপেশী ও চামড়া সরে যায়। প্রায় টানা দু ঘন্টা তার নেতৃত্বে অন্যান্য চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে সেগুলো পুনঃসংযোজন করেন। পরবর্তীতে আহতদের হাসপাতালে দেখতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।