
লিটন ঘোষ বাপি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বই উৎসব দিবসে ‘নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় পারুলিয়া জেলিয়াপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্যাপন করা হয়েছে।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি প্রিয়াংকা রাণীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নুর)
সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। বিশ্বের অনেক উন্নত দেশগুলো যেটি পারেনি বাংলাদেশ সেটি করে দেখিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য যুবলীগ নেতা শেখ তাইজুল ইসলাম (তাজু),দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, পি,টি,এ কমিটির সভাপতি বিকাশ মণ্ডল, মাদার্স ফোরামের সমন্বয়ক প্রনতি রপ্তানি, বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক ও এলাকার সুধীজন ।