
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে:
দেবহাটায় জাতীয় পর্যায়ে সংস্থা তৈরির জন্য রাইট টু গ্রো প্রজেক্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর)সকাল ১০টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায়
৫ বছরের নিচে সকল শিশুদের পুষ্টিমান নিশ্চিত করনের উদ্দেশ্যে সহযোগীতা মূলোক কার্যক্রম অব্যহত রাখতে এবং প্রান্তিক জনগোষ্ঠীতে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ সেবাসমূহ নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে সংস্থা তৈরীর লক্ষ্যে নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এবং স্থানীয় উদ্যোক্তাদের সাথে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার ও মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধূরী।
সভায় রাইট টু গ্রো প্রজেক্টের ধারণা ও উল্লেখযোগ্য কার্যক্রমের পাশাপাশি জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ বিষয়ক সম্ভাব্য চাহিদা নিরুপন ও জাতীয় পর্যায়ে সংস্থা তৈরির জন্য সমন্বিতভাবে সিএসও এবং স্থানীয় উদ্যোক্তাদের ভূমিকা নিরুপন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।