
দেবহাটা প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা ৩ আসনে আাওয়ামী লীগ মনোনীত প্রাথী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক তার নির্বাচনী এলাকা দেবহাটায় প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহবান জানান। এ উপস্থিত ছিলেন উপজেলা আাওয়ামী লীগের সভাপতি মো মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো মনিরুজ্জামান মনি, আাওয়ামী লীগ নেতা আলী মোর্তজা আনোয়ারুল হকসহ দলীয় নেতৃবৃন্দ।