
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরায় টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, এমটি (ইপিআই) মো: সালাহউদ্দীন, প্রধান সহকারী আয়ুব হোসেন, স্বাস্থ্য সহকারী সাব্বির হোসেন ও শেখ রাশিকুল ইসলাম, পরিবার কল্যান সহকারী অনিমা কর্মকার প্রমুখ। এ সময় ৯ মাস হতে ১৫ বছর বয়সীদের টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। জানা যায়, সারাদেশে একযোগে টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে উক্ত টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। দেবহাটায় উদ্বোধনের দিন টিসিভি টিকার লক্ষ্যমাত্রা ছিল ১৫৯৭জন। যার বিপরিতে টিকা গ্রহন করেন ১৩৯৩জন। যা টিকা প্রাপ্তির শতকরা হার ৮৭%।