
দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে জুলাই-আগস্ট”২৪ এর ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়। গণমিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াত অফিসের সামনে গিয়ে এক সমাবেশে পরিণত হয়। এ গণমিছিল অনুষ্ঠানে জামায়াতে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরায়েল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান জিয়া, মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ। এর আগে সকালে শহীদ আসিফের কবর জিয়ারতে অংশ নেন নেতৃবৃন্দরা।