
মোঃ আকবর হোসেন,তালা: সাতক্ষীরা জেলায় কোন কোন ব্যক্তি বা অফিসে দূণীতি করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে। ক্লিন সাতক্ষীরা,গ্রীণ সাতক্ষীরা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা তালায় মঙ্গলবার (১৪ জানুয়ারী) শিশুতীর্থ বিদ্যালয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ফেলানো ঝুড়ি বিতরণ অনুষ্ঠানে এমনই উক্তি ব্যক্ত করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মোঃ রেজাউল ইসলামের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুতীর্থের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, শিক্ষক নারায়ন পাল, শিক্ষক মোমরেজ প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, জিপিএ-৫ পাওয়ার আশায় শিশুদের উপর চাপ প্রয়োগ করা যাবেনা, নিম্নমানের গাইড বই বিক্রি করে একধরনের অসাধু ব্যক্তিরা ব্যবস্যা করার চেষ্ঠা করছে। সেটা করতে দেয়া যাবে না। তাদের বিরুদ্ধে প্রযোজনীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে। জানুয়ারী মাসের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ময়লা ফেলানো ঝুড়ি পৌছে দেয়া হবে।