
ওমর ফারুক মুকুল, দেবহাটা: ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটায় পথসভা করেছেন সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় দেবহাটা উপজেলার আষ্কারপুরে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও পথসভা করেন তিনি। বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র জনসম্মুখে তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরাসহ সারাদেশে চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। পথসভায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, যুবলীগ নেতা হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।