
করোনার কারণে পিএসজিকে বিজয়ী ঘোষণা করে লিগ ওয়ান পরিত্যক্ত করা হয়েছিল। তবে নতুন মৌসুম শুরুর আগে তারা ঘোষণা দিয়েছিল আগামীতে দর্শক উপস্থিতি থাকবে নিয়ন্ত্রিত। যার ‘ড্রেস রিহার্সেল’ বলা যেতে পারে এই ম্যাচ। নতুন পরিস্থিতিতে ম্যাচগুলো কেমন হতে পারে, তার ঝলক দেখাতেই যেন এই প্রীতি ম্যাচের আয়োজন। তাতে পিএসজির মুখোমুখি হয়েছিল লিগ-২ দল লে হাভরে।
লে হাভরের স্টেডিয়ামটি ২৫ হাজার আসন বিশিষ্ট হলেও করোনা পরিস্থিতিতে সেখানে জায়গা মিলেছে মাত্র ৫ হাজার দর্শকের। তবে মাঠের পারফরম্যান্সে কোনও ছাড় দেয়নি পিএসজি। জোড়া গোল করেছেন মাউরো ইকার্দি, নেইমার ও পাবলো সারাবিয়া। ইউরোপের বাকি লিগগুলো যখন ‘কৃত্রিম’ ভক্ত দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, তখন আসল ভক্তদের হর্ষধ্বনি পুনরায় উপভোগ করেছেন নেইমাররা। তাতেই গোলের তুবড়ি ছুটেছে ম্যাচে। পিএসজি জিতেছে ৯-০ গোলে!
করোনাকাল হওয়ায় দর্শকদের মাস্ক পরিয়েই প্রবেশ করতে হয়েছিল। তবে সিটে বসার পর অনেককেই সেই মাস্ক মুখে রাখতে দেখা যায়নি। দর্শকদের গ্রুপ ভিত্তিতে আলাদা আলাদা করে বসতে দেখা গেছে। এ সময় বড় বড় স্পিকারে সামাজিক দূরত্ব মানার জন্য বার বার আহ্বান জানানো হচ্ছিল।