
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এক খামারীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গরু চারটির মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত খামারী তুজলপুর গ্রামের সিরাজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরু গুলোর খাবার দেওয়া ও আনুষাঙ্গিক কাজ শেষে আমরা ঘুমাতে যাই। গোয়ালঘরে শুধুমাত্র ৪টিই গরু ছিল। ছোট ছোট গরু কিনে আমরা লালন পালন করে উপযুক্ত হলে বিক্রি করি। গত রাতে কে বা কারা বাড়ীর প্রাচীর টপকিয়ে ভিতরে ঢুকে প্রাচীরের তালা ও গোয়ালঘরের তালা ভেঙে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। তার আগে চোরেরা আমাদের বসত ঘরের দরজায় বাহির থেকে তালা লাগিয়ে এসব চুরি সংঘটিত করে। গরু গুলো ছিল আমাদের পরিবারের সদস্যের মতো। সারাদিন এদের পিছনেই থাকতাম আমরা। গোয়ালঘরের দিকে তাকালে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সকাল থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ মেলেনি। তবে গভীর রাতে বাড়ীর সামনে একটি পিকআপ দাড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি। ধারণা করা যাচ্ছে ঐ পিকআপে তুলেই গরু গুলো চুরি করে নিয়ে গেছে। তবে এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় কোনো অভিযোগ হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।