
তালা প্রতিনিধি: করোনা ভাইরাস রোধে সাতক্ষীরার তালা-পাটকেলঘাটায় জেলা পরিষদ এর আয়োজনে বিভিন্ন মসজিদে, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চেক ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। জেলা পরিষদের (সংরক্ষিত-৫) এর সদস্য মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে সোমবার উক্ত চেক ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল হালিম টুটুল প্রমুখ।
এ সময় তালা মাগুরা পীরশাহ জয়নুদ্দীন মসজিদ,বালিয়াদহ উত্তরপাড়া জামে মসজিদ এবং হাজরা কাটি জামে মসজিদে ১লক্ষ টাকা করে মোট ৩লক্ষ টাকাসহ পাটকেলঘাটা জেলা পরিষদ ডাকবাংলা মসজিদে ৩লক্ষ টাকা মোট ৬লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে। এছাড়া এ সময় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২শত গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রত্যেকে নগদ ৫শত টাকা করে ১লক্ষ টাকা বিতরন করা হয়।