
নজরুল ইসলাম, তালা: তালায় থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ও সিআর সাজা পরোয়ানা মূলে ০২ জন আসামি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার কৃত আসামিরা হলেন উপজেলার চরগ্রামের মৃত জবির আলী শেখ শেখ এর ছেলে মোঃ শফিকুল ইসলাম শেখ(৪০) ও জালালপুর গ্রামের আব্দুর রশিদ মোড়লের ছেলে মোঃ রুহুল আমিন মোড়ল। জানাযায়, গতকাল তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মনিরুজ্জামান, এসআই মোঃ আব্দুর রহিম সংগীয় অফিসার ফোর্সস গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা চরগ্রাম ও জালালপুর এলাকা থেকে আসামিদের আটক করেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মমিনুল ইসলাম জানান. গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।