
নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আধুনিক পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদনের মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলার ৪ নং কুমিরা ইউনিয়নের মেলেক বাড়ী বাজারে রবিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবড়ী, সুশীলন জেলা সমন্বয়কারী দেবরঞ্জন বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা আদিত্য পাল, কুমিরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান (মিঠু)। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের নেতৃবৃৃন্দ ও উৎপাদক সমিতির সদস্যবৃন্দ।