
বিশেষ প্রতিবেদক, তালা: তালা সদরের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য শেখ সিদ্দিকুর রহমান(৫৬)স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার রাত্র আনুমানিক ১০টার দিকে তিনি স্ট্রোক রোগে আক্রান্ত হন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম তাৎক্ষনিক তার সু -চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং ডাক্তার নার্সদের সাথে কথা বলে তার সুকিৎসার ব্যাপারে সহায়তা করেন। ডাঃ সোয়েব জানান, শেখ সিদ্দিকুর রহমান সাইলেস্ন ষ্টোকে আক্রান্ত হয়েছেন। সিটিস্কান, এম আর আই করা হবে। বর্তমান তিনি আল্লাহর রহমতে আশাংকামুক্ত রয়েছেন।খুলনা মেডেকিল কলেজের দ্বিতীয় তালায় ৭-৮ নম্বর ওয়ার্ডে অতিঃবেড নম্বর ০১ নম্বরে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে তার দ্রুত সুস্থাতা কামনা করে পরিবারের পক্ষ থেকে কনিষ্ঠ পুত্র শেখ মামুন সকলের নিকট দোয়া কামনা করেছেন।