
তালা প্রতিবেদক: সাতক্ষীরায় তালায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৯ আগষ্ট) তালা উপজেলা হলরুমে, গভীর শোক প্রকাশ করে ও নিন্দা জানিয়ে আলোচনা সভার শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা হাসপাতালের টিএইচএ ডা. রাজিব সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার তদন্ত ওসি বাবুল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক মইনুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনাইদ আকবর, তালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খাঁ বাবলী,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জন স্বাস্হ্য কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, আলহাজ্জ মাওলানা তৌহিদুল ইসলাম, মাধ্যমিক অফিসের একাডেমী সুপার ভাইজার প্রভাস কুমার, শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমানসহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী ১৫ আগষ্টকে সামনে রেখে সকল কার্যক্রম সঠিকভাবে পালন করার জন্য, দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।