
নজরুল ইসলাম, তালা থেকে: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস।
অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রহুল কুদ্দুস, তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফখরুল আলম খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়সহ বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় তালা ও পাটকেলঘাটার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করা সহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে প্রত্যেকটি পূজো মন্ডপে সিসি ফুটেজের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।