
আকবর হোসেন, তালা: সাতক্ষীরার তালায় ওলামা পরিষদের আয়োজনে আলেম ওলামাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মার্চ) তালা কাসেমুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ হতে বক্তরা ভারতের হাইকোটে করা রিটে পবিত্র কুরআন শরীফের ২৬টি আয়াত বাজেয়াপ্ত করা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মদি বাংলাদেশে আগমন সহ আলেম ওলামাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছে। এ সময় তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল ও ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ সদস্য শান্তিশৃংখলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
উক্ত প্রতিবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা ওলামা পরিষদের সভাপতি আলহাজ্জ মাওলানা আব্দুস সামাদ, সেক্রেটারী মোঃ আজগর হোসেন, মাওলানা শওকত হোসেন, মাওলানা সুলতান আহমে¥দ, আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান, মুফতি আব্দুল হামিদ, মুফতি মাওলানা শাহ আলম, হাফেজ তোফাজ্জেল হোসেন, মাওলানা কবিরুল ইসলাম, শিক্ষক ফরিদ উদ্দিন প্রমুখ।