
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের প্রায়াত আধ্যাতিœক সাধক এজাহার আলী মারফতি ফকিরের সহধর্মিনী ও দৈনিক পূর্বাঞ্চল খুলনার তালা অফিস প্রধান ও সাতক্ষীরার দৈনিক সাতনদী প্রত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের মাতা মরহুমা খতেজান বিবির ২৩ তম মৃত্যু বার্ষিকী বুধবার (১৮ ডিসেম্বর)।
খতেজান বিবি ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর শিবপুর বাসভবনে পরলোক গমন করেন। মরহুমার আতœার শান্তি ও মাগফেরাত কামনায় পরিবারেরর পক্ষ থেকে বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান, কোরআনখানী ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে। জোহর নামাজ বাদ দোয়ানুষ্ঠাণে সকল সাংবাদিক, আতœীয়-স্বজন, সকল শুভাকাঙ্খী, গ্রামবাসীসহ সকলেেক অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মরহুমার একমাত্র পুত্র সাংংবাদিক এস.এম নজরুল ইসলাম।