
সংবাদদাতা: তালা বাসীর দীর্ঘদিনের দাবী অবশেষে পূরণ হতে চলেছে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মাণ হতে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা বাজারে ব্রীজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সূত্র জানায়, মাগুরা বাজার-ইসলামকাটি ইউপি অফিস সড়কে ২১৫০ মিটার চেইনেজে কপোতাক্ষ নদের উপর ৮০মিটার ব্রীজ ও ৪৪ মিটার ভায়াডাক্ট নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রাক্কলিত মূল্য ১১ কোটি ৮০ লক্ষ ৬৬ হাজার ১৬৮ টাকা, চুক্তিকৃত মূল্য ১১ কোটি ৬ লক্ষ ৮৪ হাজার ১ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা-১ আসনের এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ জানান, তালা বাসীর দীর্ঘদিনের দাবীর মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্রীজটি নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহন করেন। আগামী ২বছরের মধ্যে এর কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে।