
বিশেষ প্রতিবেদক, তালা: তালার বলরামপুর গ্রামে আমেনা বেগম নামের এক গৃহবধু তার ৩ বছরের সন্তান সহ নিখোঁজ হয়েছে। গত ৩দিনেও স্ত্রীর সন্ধান না পেয়ে স্বামী এরশাদ চৌধুরী তালা থানায় বুধবার জিডি করেছেন।
উপজেলার বলরামপুর গ্রামের আব্বাজ আলী চৌধুরীর ছেলে এরশাদ চৌধুরী জানান, গত ৩ ফেব্রুয়ারী তার স্ত্রী আমেনা বেগম রহস্যজনক ভাবে বাড়ি থেকে নিখোজ হয়। একই সাথে তার শিশু পুত্র সিয়াম চৌধুরী নিখোজ রয়েছে। এঘটনার পর থেকে সবস্থানে ব্যপক খোজখবর নিলেও এখনও স্ত্রী ও পুত্র’র সন্ধ্যান মেলেনি। এব্যপারে এরশাদ চৌধুরী বুধবার তালা থানায় একটি জিডি (১১৫/২১) করেছেন।
এব্যপারে উক্ত জিডির তদন্তকারী অফিসার এসআই মো. কাউসার জানান, ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া নিখোজ গৃহবধু ও শিশুর সন্ধান চালানো হচ্ছে।