
কিশোর কুমার ঃতালার খলিষখালীতে ডাক বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খলিষখালী ইউনিয়নের পোষ্টঅফিসের চত্বরে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। খলিষখালী পোষ্টঅফিসের পোষ্টমাষ্টার রাজিব পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ডাক ওবীমা পরিদর্শক কে এম আমিনুর রহমান। প্রধান অতিথি স্বাগত বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি বলেন, অর্থনৈতিক লেনদেন জন্য ডাক বিভাগ শতভাগ নিরাপদ।প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমানেও পোষ্টঅফিস
টিকে আছে। ডিজিটাল বাংলাদেশের ছোয়ায় ডাকবিভাগেও সেবাসমুহ আধুনিকায়ন হয়েছে। এখানে মানুষ তার দৈনন্দিন সবধরনের অর্থনৈতিক লেনদেন অতিদ্রুত ও নিরাপর্তার সাথে করতে পারবে।অবশেষে তিনি ডাক জীবন বীমার গুরত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খলিষখালী ইউনিয়ন আওয়মীলীগের সহ-সভাপতি মধুসূদন পাল,সুনীল কুমার দে, ৯নং ওয়ার্ড সভাপতি সন্তোষ চক্রবর্তী, যুবলীগ নেতা আজিজ গাজী, সাংবাদিক শাহিন আলম, সাংবাদিক মেহেদী হাসান প্রমূথ।