
নজরুল ইসলাম, তালা: আগত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালার কুমিরা ইউনিয়নের ৯ নং(দাদপুর) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় ওয়ার্ড জাতীয়পার্টির সভাপতি মোঃ আব্দুল কাদের শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন জাপার সভাপতি মোঃ জামাল উদ্দীন মোড়ল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ কামরুল ইসলাম, উক্ত ওয়ার্ড জাপার সাধারন সম্পাদক মোঃ হাসেম আলী শেখ, জাতীয় ছাত্র সমাজ কুমিরা ইউনিয়ন সভাপতি মোঃ আল- মামুন তুহিন, জাপার উপজেলা কমিটির যুগ্ম- দপ্তর সম্পাদক মোঃ আব্দুল লতিফ শেখ, কুমিরা ইউনিয়ন জাপার যুগ্ম- সম্পাদক মোঃ আমিনুর রহমান গাজী, জাপানেতা মোঃ হায়দার আলী ছাত্র সমাজনেতা শ্রী অমিত কুমার পাল প্রমুখ। নির্বাচনী প্রস্তুুতি সভায় প্রধান অতিথি পল্লীবন্ধুর হাত ধরে সাবেক মন্ত্রী এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর দক্ষিনপশ্চিমাঞ্চলের অভাবনীয় উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম উভয় প্রার্থী কে জনকল্যানে নিবেদিত হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহব্বান জানান।