
বিশেষ প্রতিবেদক, তালা: তালা-কপিলমুনি সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহতসহ ৩ জন মারাত্নক ভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুূর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০ টার দিকে। নিহতরা হলেন তালার গঙ্গারামপুর গ্রামের গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী সাহিদা বেগম (৬০) ও পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৫)।
আহতরা হলেন, তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০), জালালপুর গ্রামের ইসলাম মোড়লের স্ত্রী ইতি বেগম(২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিল এসময় পেছন থেকে বাসটি ভ্যাটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় নিহত সাহিদার নাতি সবুজ (২৫) মৃত্যুবরণ করেন। বাকি আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।